সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

স্বাধীনতার দাবিতে উত্তপ্ত স্কটল্যান্ড

ব্রেক্সিট নিয়ে ইইউ-যুক্তরাজ্য টানাপড়েন প্রধান কারণ

স্বাধীন স্কটল্যান্ড রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এডিনবারার বিভিন্ন সড়কে বিক্ষোভ করেছে কয়েক লাখ মানুষ। তারা যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে নতুন দেশের দাবি জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে আসা (ব্রেক্সিট) নিয়ে টানাপড়েনের কারণেই স্বাধীনতার পক্ষে এ জোয়ার, বলছেন স্কটিশ জাতীয়তবাদীরা। শনিবার স্কটল্যান্ডের বিশাল নীল পতাকা উড়িয়ে ও ঐতিহ্যবাহী পোশাক পরে লাখ লাখ মানুষ স্কটিশ পার্লামেন্টের কাছে একটি পার্কে জড়ো হয়ে স্বাধীনতার দাবি জানায়। গতকাল স্বাধীনতাপন্থী দল স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) বার্ষিক সম্মেলনের আগের দিন এ বিক্ষোভটি হল। স্কটল্যান্ডের পার্লামেন্টের প্রায় অর্ধেক আসন এই দলটির নিয়ন্ত্রণে। তারা যুক্তরাজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন স্কটল্যান্ড প্রতিষ্ঠা করতে চায়।  স্বাধীনতার সমর্থনে হওয়া এ কর্মসূচিতে কয়েক লাখ মানুষ অংশ নিয়েছেন। ব্রিটিশ পতাকা নাড়িয়ে যুক্তরাজ্যের পক্ষেও পাল্টা প্রতিবাদ হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

ইইউ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে ২০১৬ সালের গণভোটে স্কটিশরা ইউরোপীয় জোটে থেকে যাওয়ার বিষয়ে বড় ধরনের সমর্থন জানিয়েছিল। কিন্তু পুরো যুক্তরাজ্যজুড়ে ইইউ থেকে বিচ্ছেদের পক্ষে থাকা ভোটাররা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সংখ্যাগরিষ্ঠ স্কটিশদের রায় গ্রহণযোগ্যতা পায়নি। ব্রেক্সিটের কারণেই স্কটিশদের মধ্যে নতুন করে স্বাধীনতার চেতনা মাথাচাড়া দিয়ে উঠেছে বলে ধারণা বিশ্লেষকদের। এএফপি

সর্বশেষ খবর