সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আফগানিস্তানে ১০ পুলিশ নিহত

আফগানিস্তানে তালেবানদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ পুলিশ নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মধ্যাঞ্চলে দেশটির প্রধান একটি মহাসড়কের দখল নিয়ে লড়াই চলার মধ্যেই ওয়ার্দাক প্রদেশে এসব পুলিশ সদস্য নিহত হন। পুলিশ জানায়, শনিবার রাতে ওয়ার্দাকের সায়িদ আবাদ জেলায় একটি সরকারি ভবনে আগুন লাগিয়ে দেয় তালেবান, তারপর ৯ পুলিশ সদস্যসহ জেলা পুলিশ প্রধানকে হত্যা করে। ওয়ার্দাকের গভর্নর দফতরের মুখপাত্র আব্দুল রহমান মঙ্গল জানিয়েছেন, ১০ পুলিশকে হত্যার পর কয়েকটি বেসামরিক বাড়িতে হামলা চালায় তালেবান। তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীগুলোর বহু সদস্যকে হত্যার পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ ও গাড়ি দখল করে বিদ্রোহীরা সায়িদ আবাদ শহরের কেন্দ্রস্থল ও এর আশপাশের সবগুলো নিরাপত্তা চৌকির নিয়ন্ত্রণ নিয়েছে। ওয়ার্দাক ও গজনির মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রদেশগুলোতে হামলা চালিয়ে নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে তালেবান। এতে আফগানিস্তানের জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে দেশটির নাজুক নিরাপত্তা পরিস্থিতির বিষয়টি সামনে এসেছে।

সর্বশেষ খবর