সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ট্রাম্পের ফিলিস্তিন নীতির বিরুদ্ধে মার্কিনীরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনি নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। সম্প্রতি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য তহবিল সংগ্রহকারী ‘ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস’ (ইউএনআরডব্লিউএ) নামের সংস্থায় মার্কিন বরাদ্দ কমিয়ে দিয়েছেন ট্রাম্প। তবে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই খবর দিয়েছে, ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়ে মার্কিন জনগণ সংস্থাটিকে অর্থ সহায়তা দেওয়া শুরু করেছে। রাষ্ট্রীয় বাজেট বরাদ্দের তুলনায় নাগরিকদের আর্থিক সহায়তা পরিমাণে কম হলেও সংস্থার কর্মকর্তারা বলছেন, এর মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সাধারণ মার্কিনিদের সমর্থনের বিষয়টিই ফুটে উঠছে। ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিজ বাড়িঘর থেকে বিতাড়িত হয়ে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হওয়া ৫০ লাখেরও বেশি ফিলিস্তিনিকে মানবিক সহায়তা দিয়ে আসছে ইউএনআরডব্লিউএ। ইসরায়েল ঘেঁষা শান্তিনীতির পক্ষে আনতে না পেরেই তিনি ফিলিস্তিনিদের জন্য গঠিত তহবিলে অর্থ বরাদ্দ দেওয়া স্থগিত করেন।

সর্বশেষ খবর