বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় পৃষ্ঠা ফাঁকা

ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় পৃষ্ঠা ফাঁকা

সৌদি আরবের কলামিস্ট, সাংবাদিক জামাল খাসোগি নিখোঁজ হওয়ার প্রতিবাদে সম্পাদকীয় পৃষ্ঠা ফাঁকা রেখে প্রকাশিত হয়েছে ওয়াশিংটন পোস্ট পত্রিকা। খাসোগি এই পত্রিকার একজন প্রদায়ক। শুক্রবার ওয়াশিংটন পোস্টের সম্পাদকীয় পৃষ্ঠায় একটি শিরোনাম দেওয়া হয়েছে ‘এ মিসিং ভয়েস’। এর উপরে ব্যবহার করা হয়েছে ফোনে আলাপরত খাসোগির ছবি। আর শিরোনামের নিচে খাসোগির নাম। এরপর ওই পৃষ্ঠায় দুটি কলাম একেবারে ফাঁকা রাখা হয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহের মঙ্গলবার তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সৌদি আরবের কনসুলেটে নিজের কাজে গিয়ে নিখোঁজ হন সৌদি নাগরিক ও প্রিন্স সালমানের সমালোচক খাসোগি। তারপর থেকে বিষয়টি নিয়ে সারা বিশ্বে উদ্বেগ দেখা দিয়েছে। তুরস্ক অভিযোগ করছে জামাল খাসোগিকে হত্যা করে মৃতদেহ সরিয়ে ফেলা হয়েছে কনসুলেট থেকে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে সৌদি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পম্পেও।

কনসুলেটে থেকে ‘বের হওয়ার’ প্রমাণ চায় তুরস্ক: খাসোগি ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে প্রবেশের কিছু সময় পরই বেরিয়ে যান; এই দাবি সৌদি কর্তৃপক্ষের। কিন্তু সৌদি আরবকে এ দাবির পক্ষে প্রমাণ হাজির করতে বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেক তায়েপ এরদোগান। তিনি বলেন, খাসোগি যদি বেরিয়েই যান, ফুটেজসহ তার প্রমাণ দিতে হবে আপনাদের।’

সর্বশেষ খবর