বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
স্ক্রিপাল কাণ্ড

দ্বিতীয় সন্দেহভাজন রুশ চিকিৎসক

যুক্তরাজ্যে সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে বিষপ্রয়োগের ঘটনায় সন্দেহভাজন দ্বিতীয় ব্যক্তি রাশিয়ার সেনাবাহিনীর একজন চিকিৎসক বলে শনাক্ত করেছে অনুসন্ধানী ওয়েবসাইট বেলিংকাট। এ ঘটনায় প্রথম সন্দেহভাজনকে রুশ সেনাবাহিনীর একজন কর্নেল হিসেবে আগেই শনাক্ত করেছিল তারা। সাবেক গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে বিষপ্রয়োগের ঘটনায় সন্দেহভাজন দ্বিতীয় ব্যক্তি একজন চিকিৎসক এবং তিনি রাশিয়ার সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা জিআরইউয়ে কর্মরত বলে জানিয়েছে অনুসন্ধানী সাংবাদিকতার ওয়েবসাইট বেলিংকাট। সোমবার তারা বলেছে, ব্রিটিশ প্রসিকিউটররা আলেক্সান্ডার পেত্রোভ নামে যাকে শনাক্ত করেছিলেন, তিনি আসলে আলেক্সান্ডার ইয়েভগেনিভিচ মিশকিন। গত মার্চে উপকূলীয় শহর স্যালিসবারিতে স্ক্রিপাল ও তার মেয়েকে বিষপ্রয়োগের ঘটনায় সন্দেহভাজন প্রথম ব্যক্তির আসল নাম আনাতোলি চেপিগা বলে গত মাসে জানিয়েছিল বেলিংকাট। তাদের ভাষ্যমতে, রুশলান বোশিরোভ নাম নিয়ে ব্রিটেনে আসা চেপিগাও গোয়েন্দা সংস্থা জিআরইউয়ে কর্মরত এবং তিনি রুশ সেনাবাহিনীর একজন কর্নেল।

সর্বশেষ খবর