বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ভারতে জিকা ভাইরাসে আক্রান্ত ২৯

কলকাতা প্রতিনিধি

ভারতে আবার ভয়ঙ্কর জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। দেশটির রাজস্থানে কমপক্ষে ২৯ জন মানুষ জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছে। গতকাল রাজ্যটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানান। তার মতে, এরা প্রত্যেকেই জয়পুরের শাস্ত্রী নগর এলাকার বাসিন্দা। প্রায় ৪৫০টি রক্তের নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছিল, এর মধ্যে ১৬০ জন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন। আক্রান্তদের মধ্যে তিন নারীও আছে। রাজস্থানের পাশাপাশি জিকা আতঙ্ক ছড়িয়েছে বিহার রাজ্যেও। ইতিমধ্যেই রাজ্যটির ৩৮টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। কারণ রাজস্থানে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের মধ্যে একাধিক ব্যক্তি বিহারের বাসিন্দা। দেড় মাস আগেই বিহারে নিজের বাড়িতে আসেন ওই ব্যক্তি। ২০১৭ সালে প্রথম ভারতের আমেদাবাদে প্রথম জিকা ভাইরাস ধরা পড়ে। ম্যালেরিয়া ও ডেঙ্গুর মতো জিকাও মশাবাহিত রোগ। এডিস প্রজাতির মশাই মূলত এই ভাইরাস বহন করে। অন্তঃসত্ত্বা নারীরা এই রোগে আক্রান্ত হলে অপরিপক্ব সন্তান জন্ম নেয়।

সর্বশেষ খবর