বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ইউক্রেনে অস্ত্র ভাণ্ডারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইউক্রেনের উত্তরাঞ্চলে অস্ত্র ভাণ্ডারে গতকাল ভয়াবহ অগ্নিকাণ্ড এবং দফায় দফায় বিস্ফোরণ ঘটে। ওই অস্ত্র ভাণ্ডারে হাজার হাজার টন গোলাবারুদ মজুদ ছিল। দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, কিয়েভ থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ইচনাইয়া শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি। জরুরি সেবা বিভাগ জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অস্ত্র ও গোলাবারুদের ভাণ্ডারটিতে রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগে। এতে প্রায় ৮৮ হাজার টন অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুদ ছিল। কর্তৃপক্ষ ঝুঁকির কারণে আশেপাশের ৩৮টি গ্রামের প্রায় ১২ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে   নিয়েছে। এলাকার গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ইন্টারফ্যাক্স  ইউক্রেন নিউজ এজেন্সি জানিয়েছে, কর্মকর্তাদের গাফলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  প্রেসিডেন্ট পেত্রো প্রশেংকো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাদের সাথে পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। এএফপি

সর্বশেষ খবর