বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মিসরের শীর্ষ জঙ্গি নেতা লিবিয়ায় আটক

মিসরের শীর্ষ ফেরারি এক জঙ্গি নেতাকে আটক করেছে পূর্ব লিবিয়ার নিরাপত্তা বাহিনী। মিসরে অনেক প্রাণঘাতী হামলা ও রাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তার ওপর হামলা চেষ্টার ষড়যন্ত্রের অভিযোগে তাকে হন্যে হয়ে খুঁজছিল মিসরের কর্তৃপক্ষ। সোমবার মিসর-লিবিয়া সীমান্ত থেকে ২৬৫ কিলোমিটার পশ্চিমের ওই শহরটি থেকে আটক করা হয় বলে জানিয়েছেন লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) মুখপাত্র আহমেদ মিসমারি। আটক জঙ্গি এক সময় মিসর সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কর্মকর্তা ছিলেন। আটকের সময় আশমাওয়ির শরীরে আত্মঘাতী ভেস্টা বাঁধা ছিল বলে জানিয়েছে এলএনএ। তবে সময়মতো তিনি তার বিস্ফোরণ ঘটাতে পারেননি। ২০১৪ সালে লিবীয় সীমান্তের কাছে তার নেতৃত্বে জঙ্গিদের হামলায় মিসরীয় সামরিক বাহিনীর ২২ সীমান্ত রক্ষী নিহত হয়েছিল।

সর্বশেষ খবর