বুধবার, ১০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

চিড়িয়াখানায় সাদা বাঘের আক্রমণে রক্ষীর মৃত্যু

জাপানের একটি চিড়িয়াখানায় বিরল প্রজাতির শ্বেত বাঘের আক্রমণে সেখানকার এক রক্ষীর মৃত্যু হয়েছে। সোমবার দক্ষিণাঞ্চলীয় কাগোশিমা শহরের হিরাকাওয়া জিওলজিক্যাল পার্কে এ ঘটনা ঘটে। ৪০ বছরের ওই রক্ষীর নাম আকিরা ফুরুশো। তিনি চিড়িয়াখানাটিতে প্রাণীদের পরিচর্যা করতেন। সোমবার আকিরা ফুরুশোকে বাঘের খাঁচা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার ঘাড় থেকে রক্তক্ষরণ হচ্ছিল। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিড়িয়াখানার একজন কর্মকর্তা বলেন, আমরা বাঘটিকে হত্যার পরিকল্পনা করছি না। বরং তাকে বাঁচিয়ে রাখা হবে। কারণ মৃতের পরিবার আমাদের এমনটাই অনুরোধ করেছে। বিবিসি

সর্বশেষ খবর