বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রাফায়েল কেনার আদ্যোপান্ত জানতে চায় ভারতের সুপ্রিম কোর্ট

ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমান চুক্তি প্রক্রিয়ার আদ্যোপান্ত জানাতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। গতকাল সর্বোচ্চ আদালত বলেছে, শুরু থেকে শেষ পর্যন্ত চুক্তি প্রক্রিয়া কীভাবে এগিয়েছে, তা ২৯ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেওয়ার পাশাপাশি বলেছে, মামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে এ চুক্তির সবকিছু জানা প্রয়োজন। তারা এ কথাও বলেন, যুদ্ধবিমান কেনাবেচার খরচ ও প্রযুক্তিগত বিষয় সম্পর্কে কোনো তথ্য তারা জানতে চাইছেন না। প্রধান বিচারপতির সঙ্গে এ বেঞ্চে আরও রয়েছেন বিচারপতি সঞ্জয় কিষেণ কল ও বিচারপতি কে এম জোসেফ। ফ্রান্সের কাছ থেকে অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কেনা নিয়ে ভারতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেস এ কেনাবেচায় দুর্নীতির অভিযোগ এনেছে। তাদের দাবি, কংগ্রেস আমলে ১২৬টি রাফায়েল কেনা নিয়ে কথাবার্তা এগোলেও এর মধ্যে সরকার পরিবর্তন হয়। বিজেপি ক্ষমতায় এসে সেই চুক্তি থেকে সরে আসে। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্সে গিয়ে ৩৬টি রাফায়েল কেনার কথা জানান। কংগ্রেসের দাবি, তাদের চুক্তি বাস্তবায়ন করা হলে ১২৬টি বিমান কিনতে খরচ হতো ৭৯ হাজার কোটি রুপি। সে জায়গায় বিজেপি সরকার ৩৬টি বিমান কিনছে ৫৯ হাজার কোটি রুপিতে। তাদের অভিযোগ, তাদের করা চুক্তি অনুযায়ী বিমানপ্রতি খরচ হতো ৫৭০ কোটি রুপি, এখন খরচ হচ্ছে ১ হাজার ৬০০ কোটি রুপি। এনডিটিভি

সর্বশেষ খবর