শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মাইকেলের ধ্বংসযজ্ঞে নিহত ৬

মাইকেলের ধ্বংসযজ্ঞে নিহত ৬

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল দিয়ে বয়ে যাওয়ার সময় ‘দানবীয়’ ঘূর্ণিঝড় মাইকেল অভাবনীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে জানিয়েছেন রাজ্যটির গভর্নর রিক স্কট। ঝড়ে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। তার মন্তব্য এই ঝড় এমন ভয়াবহ যে এতে অনেকের জীবন একেবারেই বদলে গেছে, অনেক পরিবার সব হারিয়েছে। বুধবার ২৫৩ কিলোমিটার গতির বাতাস নিয়ে আছড়ে পড়া মাইকেল উপকূলের অসংখ্য ভবন ও গাছ গোড়া থেকে উপড়ে ফেলেছে। হারিকেনটির আঘাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফ্লোরিডার উত্তরপশ্চিম উপকূলে। ঝড়টি এখন দুর্বল হয়ে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বের রাজ্যগুলোর দিকে অগ্রসর হচ্ছে। জীবনহানি রোধে ঝড়ের আগেই তিন লাখ ৭০ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। অনেকেই তা না মানায় হতাহতের পরিমাণ বাড়তে পারে বলেও আশঙ্কা তাদের। ফ্লোরিডার গভর্নর স্কট বুধবার রাতেই জরুরি বিভাগের কর্মীরা ১০টি অভিযান চালিয়ে অন্তত ২৭ জনকে উদ্ধার করে বলে জানিয়েছেন।

সর্বশেষ খবর