শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মার্কিন যাজক ব্রানসনকে মুক্তি দিল তুরস্ক

যে মার্কিন ধর্ম যাজককে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছিল তাকে মুক্তি দিয়েছে তুরস্কের একটি আদালত। যাজক এন্ড্রু ব্রানসনের বিরুদ্ধে তুরস্কের অভিযোগ ছিল তুর্কি প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনায় জড়িত ছিলেন তিনি। তাকে দুই বছর ধরে আটকে রাখা হয়েছে। এ নিয়ে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে দীর্ঘ টানাপড়েন সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্র বহুদিন থেকে ব্রানসনের মুক্তি দাবি করে এলেও তুরস্ক তা মেনে নেয়নি। গতকাল তুরস্কের আদালত ব্রানসনকে দোষী সাব্যস্ত করে ৩ বছর ১ মাসের জেল দিয়েছে। তবে এরই মধ্যে ব্রানসন আটক থেকে যে সাজা খেটেছেন তার ভিত্তিতে আদালত তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত জানায়। ব্রানসনের মুক্তির রায়ের পর ট্রাম্প এক টুইটে তাকে শুভকামনা জানিয়েছেন এবং খুব শিগগিরই নিরাপদে তার দেশে ফেরার আশা প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর