শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
মালয়েশিয়ার উপনির্বাচন আজ

প্রার্থী আনোয়ার ইব্রাহিম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পোর্ট ডিকসন আসনের উপনির্বাচন আজ। আর এ উপনির্বাচনে প্রার্থী বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোটসঙ্গী সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম; যিনি দুই বছর পর দেশটির প্রধানমন্ত্রী হওয়ার কথা। একসময় মিত্র আনোয়ার ইবরাহিমকে উপপ্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য করেন মাহাথির মোহাম্মদ। সমকামিতার অভিযোগে কারাগারে পাঠান তাকে। পরে কারারুদ্ধ আনোয়ারকে নিয়েই মাহাথির জোট করে প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতা থেকে হটিয়ে দেন। নাজিব রাজাককে সরাতে মাহাথির যে জোট করেছিলেন তা গঠনের শর্তই ছিল মাহাথির প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কারারুদ্ধ আনোয়ারকে মুক্তি দিয়ে দুই বছরের মধ্যে তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এ সপ্তাহের শুরুতে একসঙ্গে প্রচারণায় অংশ নেন আনোয়ার ইবরাহিম ও মাহাথির মোহাম্মদ।

সর্বশেষ খবর