বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সীমান্তে অস্ত্র প্রত্যাহার করছে দুই কোরিয়া

সীমান্তে মোতায়েন করা অস্ত্র প্রত্যাহারের বিষয়ে আলোচনার জন্য জাতিসংঘ কমান্ডকে সঙ্গে নিয়ে বৈঠক করেছে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। দুই কোরিয়ার মধ্যে শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত মাসে পিয়ংইয়ংয়ে জাতিসংঘ কমান্ডকে সঙ্গে নিয়ে একটি ত্রি-পাক্ষিক পরামর্শ করার জন্য রাজি হয় দুই কোরিয়া। সীমান্ত অস্ত্রমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা বৈঠকে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা মার্কিন সেনা প্রত্যাহার ও ডিমিলিটারাইজড জোনে তত্ত্বাবধান নিয়ে আলোচনা করেছেন। নতুন প্রস্তাবে সামরিক মহড়া বন্ধ করা, সীমান্তের কাছে নো-ফ্লাই জোন ঘোষণা এবং ডিমিলিটারাইজড জোন থেকে ক্রমান্বয়ে স্থলমাইন ও প্রহরী প্রত্যাহার করার কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সীমান্তবর্তী পানমুনজুম গ্রামে কর্নেল পর্যায়ের এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রাথমিক পদক্ষেপ হিসেবে, এই বছরের মধ্যে দুই কোরিয়া সামরিক সীমানার এক কিলোমিটারের মধ্যে থাকা ১১টি তল্লাশি চৌকি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে দুই কোরিয়াই এ মাসে ছোট ছোট এলাকা থেকে স্থলমাইন অপসারণ শুরু করেছে। এ ছাড়া দুই পক্ষই জয়েন্ট সিকিউরিটি এরিয়া থেকে সব আগ্নেয়াস্ত্র প্রত্যাহার করবে। দুই দেশের নাগরিকরাই সেখানে মুক্তভাবে চলাচল করতে পারবে। মন্ত্রণালয় বলেছে, এক মাসের মধ্যে এসব পদক্ষেপ বাস্তবায়ন করার পরিকল্পনা করা হয়েছে। আর এটা হলে সীমান্ত এলাকাটি ‘শান্তি ও পুনর্মিলনের স্থানে’ রূপান্তরিত হবে।

সর্বশেষ খবর