বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি নিহত

শুক্রবার গাজার ইসরায়েল হামলায় ৭ ফিলিস্তিনি নিহত হওয়ার রেশ না কাটতেই গতকাল আবার বিমান হামলা চালিয়ে এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। গতকালের বিমান হামলায় আহত হয়েছে আরও অন্তত তিনজন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এলাকা বীরসেবার একটি বাড়িতে চালানো রকেট হামলার জবাব দিয়েছে তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল সকালে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নাজি আহমদ আল জানিন নামে ২৫ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। উল্লেখ্য, ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর থেকে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে রেখেছে। ফিলিস্তিনিরা চায় পশ্চিম তীরে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী বানাতে। আর পূর্ব জেরুজালেমকে নিজেদের অবিভাজ্য রাজধানী বলে দাবি করে থাকে ইসরায়েল। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত বসতিতে প্রায় ৬ লাখ ইসরায়েলি বসবাস করে।  আল জাজিরা

সর্বশেষ খবর