শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘হত্যার সাক্ষ্যপ্রমাণ থাকা’ রেকর্ডিং চেয়েছেন ট্রাম্প

খাসোগি ইস্যু

‘হত্যার সাক্ষ্যপ্রমাণ থাকা’ রেকর্ডিং চেয়েছেন ট্রাম্প

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়েছে, এমন জোরালো প্রমাণ আছে বলে দাবি করা রেকর্ডিং তুরস্কের কাছে চেয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা সেগুলো চেয়ে পাঠিয়েছি, যদি সেগুলো থেকে থাকে।’ ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্রদের অন্যতম সৌদি আরব; তাই খাশোগির অন্তর্ধান ওয়াশিংটন প্রশাসনকে বেখাপ্পা পরিস্থিতিতে ফেলে দিয়েছে। যে টেপে খাশোগি হত্যার প্রমাণ আছে বলে বলা হচ্ছে সেটি চেয়ে পাঠানোর কথা নিশ্চিত করে ট্রাম্প বলেছেন, ‘এটার অস্তিত্ব আছে কি না আমি নিশ্চিত নই, সম্ভবত আছে।’ ট্রাম্প জানান, সৌদি আরব ও তুরস্ক সফর করে আসা পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছ থেকে একটি প্রতিবেদন প্রত্যাশা করছেন তিনি। ‘সপ্তাহের শেষের দিকে সত্য বের হয়ে আসবে’ বলে জানিয়েছে। তিনি সৌদি আরবকে আড়াল করার চেষ্টা করছেন কি না এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘না, মোটেই না, কী হচ্ছে আমি শুধু তা বের করতে চাই।’ খাশোগির অন্তর্ধানের পেছনে ‘ঘাতকরা’ জড়িত থাকতে পারে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রকে মঙ্গলবার সৌদির ১০ কোটি ডলার দেওয়ার বিষয়টি নিউ ইয়র্ক টাইমস প্রথম প্রকাশ করে। এতে সন্দেহ করা হয় সৌদি আরব এই অর্থ কি যুক্তরাষ্ট্রকে দিল খাসোগির অন্তর্ধানের বিষয়টি সামাল দেওয়ার জন্য।

সর্বশেষ খবর