শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘গুরুত্বপূর্ণ’ আলামত পাওয়ার দাবি তুরস্কের

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি আরবের দুটি কূটনৈতিক ভবনে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ আলামত পাওয়ার দাবি করেছেন তুরস্কের তদন্তকারীরা।

বিবিসি জানিয়েছে, খাশোগি হত্যায় অভিযুক্ত ১৫ সদস্যের হিট স্কোয়াডের মধ্যে ছয়জনের হাতের আঙ্গুলের ছাপ পাওয়া গেছে সি  ব্লকে। আর এই ব্লকেই হত্যা করা হয়েছে খাশোগিকে।

ইস্তাম্বুল থেকে আল জাজিরার প্রতিবেদক চার্লস স্ট্রাফোর্ড জানান, কনস্যুলেট ভবনের নির্দিষ্ট একটি এলাকা তদন্তকারীদের মনোযোগ কেড়েছে। ‘সি ব্লক’ নামে পরিচিত ওই এলাকা শুধু কূটনৈতিক    কর্মীদের জন্য নির্ধারিত। প্রতিবেদক চার্লস স্ট্রাফোর্ড বলেন, গত কয়েক ঘণ্টায় সূত্রগুলো জানিয়েছে, খাশোগিকে কনস্যুলেট ভবনের সি ব্লকে হত্যার শক্ত প্রমাণ রয়েছে। খাশোগির সঙ্গে কী ঘটেছে তা জানতে তদন্তকারীরা বুধবার কনস্যুলেট ভবন ও কনসাল জেনারেলের বাসভবনে ১২ ঘণ্টারও বেশি সময় অনুসন্ধান ও তল্লাশি চালিয়েছে।

সর্বশেষ খবর