শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

যুবরাজকে দায়ী করলেন মার্কিন সিনেটর

সৌদি ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সরাসরি এই অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। মোহাম্মদ বিন সালমানকে (সংক্ষেপে এমবিএস) দুর্বৃত্ত ক্রাউন প্রিন্স বলেও আখ্যা দেন গ্রাহাম। তিনি দাবি করেন, এমবিএসের কারণে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজের একটি অনুষ্ঠানে এসব বলেন গ্রাহাম।  রয়টার্সের খবরে বলা হয়, সৌদি আরব নিয়ে অসন্তুষ্ট মার্কিন কংগ্রেসের অনেক সদস্যই খাশোগি ইস্যুতে কড়া বিবৃতি দিয়েছেন। কিন্তু গ্রাহাম সরাসরি ক্রাউন প্রিন্স সালমানকে দায়ী করে বক্তব্য দিয়েছেন। সিনেটর গ্রাহাম আরও বলেছেন, তিনি শিগগিরই এই বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন। পাশাপাশি, সৌদি আরবের কাছে বড় অঙ্কের অস্ত্র চুক্তি বাতিল করার কথাও বলবেন। প্রসঙ্গত, রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়া ছাড়াও গ্রাহাম মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য। ফলে তার এই বক্তব্য বেশ গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর