শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ব্রেক্সিট আলোচনায় অগ্রগতি না হওয়ায় সম্মেলন স্থগিত

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে বুধবার সন্ধ্যা থেকে। ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ব্রেক্সিট নিয়ে বক্তব্য রেখেছেন। তবে আলোচনায় ব্রেক্সিট নিয়ে অগ্রগতি না হওয়ায় আগামী মাসের নির্ধারিত ইইউ সম্মেলন স্থগিত করা হয়েছে। ওই সম্মেলনে ব্রেক্সিট চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা ছিল। কিন্তু ব্রিটেন ও ইইউ কর্মকর্তাদের মধ্যে ব্রেক্সিট সংক্রান্ত আলোচনায় এখনো কিছু বিষয়ে মতৈক্যে পৌঁছানো সম্ভব না হওয়ায় নভেম্বরের সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেন ইইউ নেতারা। এক বিবৃতিতে তারা বলেন, ব্রেক্সিট আলোচনায় একটি চুক্তিতে পৌঁছার মতো অবস্থা তৈরি হলে তখন আবার শীর্ষ সম্মেলনের সময় নির্ধারণ করা হবে। ব্রেক্সিট আলোচনায় আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যকার সীমানা নিয়ে এখনো মতৈক্যে পৌঁছানো যায়নি। ব্রিটেনের অন্তর্ভুক্ত এলাকা হচ্ছে উত্তর আয়ারল্যান্ড। আর আয়ারল্যান্ড হচ্ছে আলাদা একটি সার্বভৌম রাষ্ট্র এবং তারা ইইউর অন্তর্ভুক্ত। ফলে আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের মধ্যে কোনো সীমানা হলে সেটিই হবে ব্রিটেনের সঙ্গে ইইউর একমাত্র সীমান্ত। কিন্তু ব্রিটেন ও ইইউ কেউই চায় না ব্রেক্সিটের পর আয়ারল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের মধ্যে কোনো প্রাচীর গড়ে উঠুক। তবে কীভাবে সেটি সম্ভব হতে পারে তা নিয়েই আলোচনা চলছে। নিয়ম অনুযায়ী, আগামী বছরের ২৯ মার্চের পর ইইউ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের বের হয়ে যাওয়ার কথা। তবে সেই প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করতে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন সময় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইইউ ও ব্রিটেনের মধ্যে ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা সম্পন্ন হওয়ার কথা। ডয়েচে ভেলে

সর্বশেষ খবর