শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মালদ্বীপের প্রেসিডেন্ট ইয়ামিনের দেশত্যাগে নিষেধাজ্ঞার দাবি

প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছে মালদ্বীপের বিরোধী দল। নির্বাচনে পরাজয়কে আদালতে করা চ্যালেঞ্জে হেরে যাওয়ার পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইয়ামিন। এর কয়েক ঘণ্টার মধ্যেই বিরোধী দলের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। ২৩ সেপ্টেম্বরের নির্বাচনে ভারতের অন্যতম মিত্র ইবরাহিম মোহাম্মদ সোলিহর কাছে পরাজিত হন ইয়ামিন। যুক্তরাষ্ট্র, চীন, ভারত ও ইইউ এ   ফলাফলকে স্বাগত জানালেও নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তোলেন প্রেসিডেন্ট ইয়ামিন। এ নিয়ে আদালতে মামলাও  করেন তিনি। বুধবার সেই মামলা খারিজ করে দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। ১৭ নভেম্বর মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত দায়িত্ব পালনের ঘোষণা দিলেও মামলায় হেরে পদত্যাগ করবেন বলে জানান। এখন দেশ থেকে তিনি পালিয়ে যাবেন বলে ধারণা বিরোধীদের। আল জাজিরা।

সর্বশেষ খবর