শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সবরীমালা মন্দিরে নারীদের প্রবেশ নিয়ে তুলকালাম

কলকাতা প্রতিনিধি

সবরীমালা মন্দিরে ঋতুমতী নারীদের প্রবেশ নিয়ে উত্তপ্ত গোটা কেরালা রাজ্য। গত ২৮ সেপ্টেম্বর ভারতের সুপ্রিম কোর্ট এক রায় দিয়ে জানায় এখন থেকে সব বয়সের নারীরাই সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন। কিন্তু সেই প্রক্রিয়া শুরু হতেই রাজ্যটির বিভিন্ন স্থানে অশান্তি ছড়িয়েছে। শীর্ষ আদালতের সেই রায়ের পর বুধবারই প্রথমবারের জন্য মন্দিরের দরজা খোলে। আর তারপরই অশান্তি চরমে ওঠে। শীর্ষ আদালতের সেই নির্দেশকে কার্যত উড়িয়ে দিয়েই বিক্ষোভে শামিল হয়েছে মন্দির রক্ষা কমিটির সদস্যরা। ঋতুমতি মহিলারা যাতে কোনোভাবেই সেখানে পৌঁছতে না পারেন তা নিশ্চিত করার জন্য অনেকে চেষ্টা করেন। এদিকে মন্দির চত্বরে অশান্তি এড়াতে গতকাল এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।

সর্বশেষ খবর