শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
অ ন্য খ ব র

কৃত্রিম চাঁদে আলোকিত

এর আগে ইউরোপ চেষ্টা করেছে কৃত্রিম সূর্য বানানোর। তাতে অনেকটা সফলও হয়েছে। এবার বিশ্বকে নতুন চাঁদ দেখানোর চেষ্টা করছে চীন। প্রযুক্তি ও বিজ্ঞানে অনেক দূর এগিয়ে গেছে চীন। তারই উপমা এই কৃত্রিম চাঁদ। দেশটির একটি শহরে উেক্ষপণ করা ওই চাঁদ আকাশ থেকে চারপাশের প্রায় ৫০ কিলোমিটার এলাকা আলোকিত করবে। চীনের সংবাদমাধ্যম চায়না ডেইলির এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে। ২০২০ সালে তথাকথিত আলোকসজ্জাবিষয়ক উপগ্রহ অর্থাৎ সেই চাঁদটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চেংগদু শহরে উেক্ষপণের কথা রয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে, ওই অঞ্চলের ওপর নিক্ষেপ করা এ উপগ্রহটি সত্যিকারের চাঁদের চেয়ে আট গুণ বেশি আলো দেবে। উপগ্রহসংশ্লিষ্ট কর্মকর্তারা এ প্রকল্পের কিছু কিছু তথ্য প্রকাশ করেছেন। সেখানে বলা হচ্ছে, ফ্রান্সের একজন শিল্পীর দ্বারা অনুপ্রাণিত হয়েই এ প্রকল্প হাতে নিয়েছেন তারা। ওই শিল্পী ওপর থেকে পৃথিবীতে আয়নার একটি নেকলেস ঝুলিয়ে দেওয়ার কথা প্রথম কল্পনা করেছিলেন। চেংগদু অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি মাইক্রো-ইলেকট্রনিক্স সিস্টেম রিসার্চ ইনস্টিটিউট কোম্পানি লিমিটেডের প্রধান উ চুংফেন্ড ১০ অক্টোবর কৃত্রিম চাঁদ নামের এ প্রকল্পের বিষয়টি প্রথম জনসম্মুখে প্রকাশ করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর