রবিবার, ২১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

গণভোটের দাবিতে তাইওয়ানে বিক্ষোভ

স্বাধীনতা ঘোষণা

গণভোটের দাবিতে তাইওয়ানে বিক্ষোভ

আনুষ্ঠানিকভাবে চীনের কাছ থেকে স্বাধীনতার ঘোষণায় গণভোটের দাবিতে তাইওয়ানে বিক্ষোভ করেছে কয়েক হাজার মানুষ। গতকাল রাজধানী তাইপেতে এ বিক্ষোভ হয়েছে। চলতি বছর গণভোটের দাবিতে যে কয়টি বিক্ষোভ মিছিল হয়েছে এটি সেগুলোর তুলনায় সবচেয়ে বড় ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ছয় মাস আগে গঠিত ফরমোসা অ্যালায়েন্স নামের একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজক ছিল। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট তিসাই ইয়-ওয়েনের দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) সদর দফতরের সামনে জড়ো হয়েছিল। এই বিক্ষোভকে ‘অত্যন্ত সফল’ বলে মন্তব্য করেছেন আয়োজক সংগঠনের মুখপাত্র কেনি চুং। তাইওয়ানকে মূল ভূখণ্ডের অংশ বলে দাবি করে চীন। অবশ্য স্বশাসিত তাইওয়ান এখনো আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার কোনো ঘোষণাও দেয়নি। ২০১৬ সালে তিসাই তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীনের সঙ্গে দেশটির সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে। চীনের সন্দেহ তিসাই আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার পথে হাঁটতে যাচ্ছেন। বিক্ষোভকারীরা জানিয়েছে, তিসাই সরকারের উচিত বেইজিংকে চাপপ্রয়োগ করা এবং তাদের ‘গ্রাস করে নেওয়া’ ঠেকাতে স্বাধীনতার প্রশ্নে গণভোট দেওয়া। বিক্ষোভকারীদের হাতে বেইজিংয়ের বিরুদ্ধে লেখা প্ল্যাকার্ড ছিল। এগুলোর কোনোটিতে লেখা ছিল, ‘আর উত্ত্যক্ত নয়, আর দখল নয়।’ রয়টার্স ও এএফপি

সর্বশেষ খবর