শুক্রবার, ২৬ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

তাইওয়ান ইস্যুতে এক ইঞ্চি জায়গা ছাড়বে না চীন

চীন বলেছে, যে কোনো মূল্যে স্বশাসিত তাইওয়ান দ্বীপের বিচ্ছিন্ন হওয়ার প্রচেষ্টা ঠেকানো হবে। প্রয়োজন হলে এ জন্য সামরিক ব্যবস্থা নেওয়া হবে। চীনা প্রতিরক্ষামন্ত্রী উয়ি ফেঙ্গে রাজধানী বেইজিংয়ে সিয়াংশান ফোরামে দেওয়া বক্তৃতায় গতকাল এ কথা বলেছেন। তিনি বলেন, ‘এ ইস্যুতে বার বার চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা খুবই বিপজ্জনক ব্যাপার।’ উয়ি বলেন, ‘যদি কেউ তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা করার চেষ্টা করে তাহলে যে কোনো মূল্যে চীনা সেনাবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তাইওয়ান প্রণালিতে মার্কিন দুটি যুদ্ধজাহাজ পাঠানোর তিন দিন পর চীনা প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি দিলেন। চলতি বছর এ নিয়ে দুইবার মার্কিন সরকার ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠালো। ১৯৪৯ সালে চীনের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় তাইওয়ান।

সর্বশেষ খবর