শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

আমেরিকামুখী শরণার্থী স্রোত ক্যারাভান

আমেরিকামুখী শরণার্থী স্রোত ক্যারাভান

মধ্য আমেরিকার অভিবাসী স্রোত দিন দিন আরও বড় হচ্ছে। এক সপ্তাহের বেশি সময় ধরে হাজার হাজার অভিবাসী মধ্য আমেরিকান দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। এই স্রোতকে বলা হচ্ছে ক্যারাভ্যান। শরণার্থীদের ভাষ্য, নির্যাতন, দারিদ্র্য আর সহিংসতা থেকে বাঁচতে তারা নিজেদের দেশ গুয়েতেমালা, হন্ডুরাস বা এল সালভাদর থেকে পালিয়ে এসেছেন। পুরো যাত্রাপথে তারা পানিশূন্যতা, অপরাধী চক্রের মতো বিপদের ঝুঁকিতে রয়েছেন। কীভাবে শুরু : ১২ অক্টোবর, হন্ডুরাসের অপরাধপ্রবণ শহর সান পেড্রো সুলার। ১৬০ জনের একটি দল সেখানকার বাসটার্মিনালে সমবেত হন এবং বিপজ্জনক এই যাত্রার প্রস্তুতি শুরু করেন। নিজের দেশের বেকারত্ব আর সহিংসতা থেকে পালিয়ে বাঁচার জন্য এক মাসের বেশি সময় ধরে তারা এর জন্য পরিকল্পনা করেছেন। কিন্তু সাবেক একজন রাজনীতিবিদ এবারের পরিকল্পনা সম্পর্কে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে এবং মানুষের সংখ্যা বাড়তে থাকে। ১৩ অক্টোবর যখন ওই ছোট গ্রুপটির যাত্রা শুরু হওয়ার কথা, তখন সেখানে অভিবাসন প্রত্যাশী ১ হাজারের বেশি মানুষ জড়ো হন। এরপর তারা প্রতিবেশী গুয়েতেমালা অতিক্রম করে মেক্সিকোয় পৌঁছান, যে যাত্রাপথে তাদের সঙ্গে যোগ দেন আরও হাজার হাজার মানুষ।

এই স্রোত কত বড়? : এটা আসলে সঠিকভাবে বলা কঠিন। তবে যতই উত্তরের দিকে এগোচ্ছে, ততই এর আকার বৃদ্ধি পাচ্ছে।

কেন এত আলোচনা : এর আগের ছোটখাটো কাফেলাগুলোর তুলনায় এই অভিবাসী সে াত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোযোগ আকর্ষণ করেছে। নিজ দেশ ছেড়ে অভিবাসীদের যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ‘অবৈধভাবে’ আসতে দেওয়ার অভিযোগ তুলে সোমবার তিনি মধ্য আমেরিকান কয়েকটি দেশের সমালোচনা করেছেন। মূলত তার এই সমালোচনার পরই এই কাফেলা এখন আলোচনার প্রধান বিষয় হিসেবে মূল্যায়িত হচ্ছে। বিবিসি বাংলা

 

 

সর্বশেষ খবর