রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

খাশোগির বাগদত্তার ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান

খাশোগির বাগদত্তার ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান

যুক্তরাষ্ট্র সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের তদন্ত গুরুত্বের সঙ্গে করছে না অভিযোগ তুলে তার বাগদত্তা হাতিস  চেঙ্গিস হোয়াইট হাউসের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছেন। তুরস্কের একটি টেলিভিশনে শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে হাতিস বলেন, খাশোগি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের জনগণের দৃষ্টিভঙ্গি প্রভাবিত করতে তাকে এ আমন্ত্রণ জানানো হয়েছে। চোখভরা পানি নিয়ে তিনি আরও বলেন, সৌদি কর্তৃপক্ষের এভাবে খাশোগিকে হত্যা পরিকল্পনার বিষয়টি যদি তিনি ঘুণাক্ষরেও টের পেতেন তবে তাকে কিছুতেই কনসুলেটের ভিতরে প্রবেশ করতে দিতেন না। ‘আমি এই নিষ্ঠুর ষড়যন্ত্রের  পেছনে থাকা সবচেয়ে শীর্ষ পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে সবচেয়ে নিম্ন পর্যায়ের ব্যক্তির শাস্তি চাই।’ সৌদি আরবের পক্ষ থেকে কেউ তার সঙ্গে যোগাযোগ করেনি বলেও জানান তিনি। বিবিসি জানায়, খাশোগির মৃতদেহ এখনো শনাক্ত হয়নি। হাতিসকে বিয়ে করতে নিজের আগের বিয়ের তালাকের নথিপত্র সংগ্রহে গত ২ অক্টোবর ইস্তাম্বুলে সৌদি কনসুলেটে গিয়েছিলেন খাশোগি। কনসুলেট ভবনে তাকে হত্যা করা হয়। শুরুতে খাশোগিকে হত্যার  অভিযোগ অস্বীকার করলেও পরে সৌদি আরব তা স্বীকার করে।  তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে সৌদি  আরবের ক্ষমতাসীন রাজপরিবারের কোনো হাত নেই বলেও দাবি রিয়াদের। তুরস্কের অভিযোগ, বর্তমান যুবরাজের নির্দেশেই তার  লোকজন খাশোগিকে হত্যা করেছে।  বিবিসি।

সর্বশেষ খবর