রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

‘সিরিয়ার তুলনায় পাকিস্তান বেশি বিপজ্জনক’

‘সিরিয়ার তুলনায় পাকিস্তান  বেশি বিপজ্জনক’

মুখে সন্ত্রাসবাদ দমনের কথা বললেও সন্ত্রাসীদের আঁতুড়ঘর পাকিস্তান। বিশ্বের সামনে ফের একবার খুলে গেল পাকিস্তানের মুখোশ। সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশের তুলনায় পাকিস্তান তিনগুণ বেশি বিপজ্জনক রাষ্ট্র বলে জানানো হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং স্ট্র্যাটেজিক ফোরসাইট গ্রুপের তরফ থেকে প্রকাশিত একটি রিপোর্টে।

আইএস কবলিত সিরিয়াও পাকিস্তানের মতো বিপজ্জনক  দেশ নয়। ‘গ্লোবাল টেরর থ্রেট ইন্ডিক্যান্ট’ নামক রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, আইএসের আঁতুড়ঘর সিরিয়া মানবতার জন্য যতটা বিপজ্জনক, তার  চেয়েও তিনগুণ বেশি বিপজ্জনক পাকিস্তান। সেই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, আমরা যদি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ক্ষমতা বিচার করি তাহলে দেখা যাবে বেশিরভাগই পাকিস্তানে অবস্থিত। এ ছাড়া বেশ কিছু অবস্থিত আফগানিস্তানেও। এই সংগঠনগুলোও পাকিস্তানের সমর্থনেই কাজ করে। পাকিস্তানকে সবচেয়ে বিপজ্জনক  দেশ হিসেবে চিহ্নিত করার পাশাপাশি আফগান তালেবান এবং লস্কর-ই-তৈয়বাকে সবচেয়ে বিপজ্জনক জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সর্বশেষ খবর