সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

খাশোগির খুনিদের বিচার সৌদি আরবেই : জুবাইর

সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য দায়ীদের তুরস্কে হস্তান্তরের অনুরোধ প্রত্যাখ্যান করে তাদের বিচার সৌদিতেই করা হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর। বাহরাইনে একটি আঞ্চলিক ফোরামের অধিবেশনে তিনি শনিবার এ ঘোষণা দেন। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আগে থেকেই খাশোগির হত্যাকারীদের বিচার ইস্তাম্বুলে করার দাবি জানিয়ে আসছেন। এ হত্যায় জড়িত সন্দেহে সৌদি কর্তৃপক্ষ ১৮ জনকে আটক করেছে। এদের সবাইকে  তুরস্কে হস্তান্তরের জন্য সৌদি আরবকে অনুরোধ জানান এরদোগান। কিন্তু সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অভিযুক্তরা সৌদি নাগরিক। তারা সেখানে আটক রয়েছে। তদন্ত চলছে এবং তাদের বিচার সৌদি আরবেই হবে।’ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী খাশোগির হত্যা নিয়ে বিশ্ববাসীর প্রতিক্রিয়াকে ‘অতি আবেগঘন’ বলেও অভিহিত করেছেন।

সর্বশেষ খবর