সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

উড়িষ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৭ হাতির মৃত্যু

ভারতের উড়িষ্যা রাজ্যে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ৭টি হাতির মৃত্যু হয়েছে। শনিবার রাজ্যের ঢেংকানল জেলার কমলাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। বন বিভাগের কর্মকর্তারা জানান, ভোরে ১৩টি হাতির একটি পাল রাস্তা পার হচ্ছিল। পাশে একটি নালা ছিল। নালার কাছেই ঝুলে ছিল বৈদ্যুতিক লাইনের তার। একটি হাতি নালায় পানি খেতে যায়। তারের সংস্পর্শে আসে সে। পরে একে একে ৭টি হাতি মারা যায়। হাতিগুলো পূর্ণবয়স্ক। এর মধ্যে পাঁচটি মা হাতি। বন বিভাগ এই দুর্ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করেছে। হাতির মর্মান্তিক মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

সর্বশেষ খবর