মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ফের সংবাদমাধ্যমের সমালোচনায় মুখর ট্রাম্প

ফের সংবাদমাধ্যমকে একহাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, রিপাবলিকান ও রক্ষণশীলদের এবং আমাকে দোষারোপ করতে ফেক নিউজগুলো (মূল ধারার মার্কিন সংবাদমাধ্যম) তাদের যাবতীয় শক্তি নিয়োগ করেছে। আমাদের দেশে দীর্ঘদিন ধরে এই বিভাজন ও ঘৃণা চলে আসছে। প্রকৃতপক্ষে তাদের ভুয়া ও অসৎ রিপোর্টিং তাদের ধারণার চেয়েও অনেক বেশি সমস্যা তৈরি করছে! গত জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার আগেই এক প্রশ্নের জবাবে সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদক জিম অ্যাকোস্টাকে ট্রাম্প বলে বসেন, ‘আপনি ফেক নিউজ’! এরপর টুইটারে বারবার এই শব্দবন্ধ ব্যবহার করেছেন তিনি। ইতিপূর্বে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ‘ফেক নিউজ’ বলা ছাড়াও সাংবাদিকদের তিনি ‘জনগণের শত্রু’ হিসেবে আখ্যায়িত করেন। সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের এমন ‘নোংরা যুদ্ধের’ প্রতিবাদে গত আগস্টে একাত্ম হয় যুক্তরাষ্ট্রের তিন শতাধিক সংবাদমাধ্যম। মার্কিন দৈনিক দ্য বোস্টন গ্লোব ওই সমন্বিত ক্যাম্পেইনের ডাক দেয়। এতে সাড়া দিয়ে একযোগে ট্রাম্পবিরোধী সম্পাদকীয় প্রকাশ করে যুক্তরাষ্ট্রের তিন শতাধিক সংবাদমাধ্যম। বিবিসি।

 

সর্বশেষ খবর