বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এখনো তার হাতেই পিএমএলএন

আর রাজনীতি করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা পাকিস্তানের সর্বোচ্চ আদালতের। বলা হচ্ছে দেশটির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কথা। তিনি প্রকাশ্যে কোনো রাজনৈতিক জনসভায় যাচ্ছেন না।  তবে বিশ্লেষকরা বলছেন, দলের নীতি-নির্ধারণের বিষয়ে তার ভূমিকা এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ইশারা ছাড়া পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএলএন) নেতা-কর্মীরা নড়েন না। গতকাল দলের অবস্থা, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার চেম্বার আগস্ট হাউসে বৈঠকে বসেন নওয়াজ। সেখানে তিনি দলের সিনিয়র নেতাদের সঙ্গেও কথা বলেন। বৈঠকে অল পার্টিস করফারেন্সে সম্মেলনে দলটির অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। এজন্য পাঁচ সদস্যের দলের প্রধান করা হয়েছে রাজা জাফুরুল হককে।

ইমরান খানের সরকারের বিরুদ্ধে সর্বদলীয় কনফারেন্স করার কথা ভাবছে বিরোধী দলগুলো। ডন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর