বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অভিবাসী ঠেকাতে মেক্সিকো সীমান্তে মার্কিন সেনা

অভিবাসীবাহী একটি কাফেলা মেক্সিকোর ভিতর দিয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে চলার খবরে মেক্সিকো সীমান্তে ৫ হাজার ২০০ সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। সোমবার ট্রাম্প প্রশাসনটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। রয়টার্স জানিয়েছে, মেক্সিকো সীমান্তে প্রত্যাশার চেয়েও বেশি সেনা মোতায়েন করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ৬ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে অভিবাসন বিষয়ে নিজের অবস্থান আরও কঠোর করলেন তিনি। যুক্তরাষ্ট্রের নর্দান কমান্ডের প্রধান জেনারেল টেরেন্স ও’শনেসি জানিয়েছেন, ইতিমধ্যেই ৮০০ মার্কিন সেনা টেক্সাস সীমান্তের পথে রয়েছে। এএফপি

সর্বশেষ খবর