বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে

বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে

জাভা সাগরে ভাসছে বিধ্বস্ত বিমানের যাত্রীদের ব্যাগ-পোশাক প্রসাধন। সেগুলো দেখেই পরিচিতদের খুঁজছেন স্বজনরা —এএফপি

ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত লায়ন এয়ারের বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, তারা সাগরে বিধ্বস্ত বিমানের মূল কাঠামোর খোঁজ পেয়েছেন। দেশটির সামরিক বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সশস্ত্রবাহিনী প্রধান হাদি জাহজানতো বলেন, আমাদের বিশ্বাস আমরা জেটি-৬১০ বিমানের মূল কাঠামোর বেশকিছু অংশ ইতিমধ্যেই উদ্ধার করেছি। উদ্ধারকর্মীরা এখন জাভা সাগরে বিধ্বস্ত বিমানটির প্রধান কাঠামো খুঁজে বের করার চেষ্টা করছেন। অনুসন্ধান অভিযানের অংশ হিসেবে মোতায়েন করা হয়েছে ড্রোন ও শব্দ শোনার ডিভাইস। বিমানটি বিধ্বস্তের ঘটনায় কারও প্রাণে বেঁচে যাওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছেন না উদ্ধারকারীরা। হদিস মেলেনি বিমানের ব্ল্যাকবক্সেরও। গত সোমবার ইন্দোনেশিয়ায় ১৮৯ জন আরোহী নিয়ে লায়ন এয়ারের বিমানটি বিধ্বস্ত হয়।  ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান সুতোপো পুরয়ো নুগরোগো টুইটার পোস্টে জানিয়েছেন, বিমানটি খুঁজতে কারাওয়াং এলাকার কাছের সমুদ্র এলাকায় সোনার ডিভাইস ব্যবহার করা হচ্ছে। কারাওয়াং এলাকাতেই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনো জানতে পারেননি তদন্তকারীরা। এর কারণ জানতে বিমানের ব্ল্ল্যাকবক্স উদ্ধারের অপেক্ষায় আছেন তারা। উদ্ধারকারীরা বেশকিছু দেহাবশেষ উদ্ধার করেছেন। লায়নের পরিচালক বরখাস্ত : ইন্দোনেশিয়ার লায়ন এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হওয়ার পর এর প্রযুক্তিবিষয়ক পরিচালক ও কয়েকজন টেকনিশিয়ানকে বরখাস্ত করেছেন দেশটির পরিবহনমন্ত্রী বুদি কারিয়া সুমাদি।

তিনি বলেন, ‘আজকে (গতকাল) আমরা লায়ন এয়ারলাইনসের পরিচালককে বরখাস্ত করেছি। বেশ কয়েকজন টেকনিশিয়ানকেও বরখাস্ত করা হয়েছে।’

সর্বশেষ খবর