বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
রাফাল চুক্তি

১০ দিনে ভারত সরকারকে নথি দেওয়ার নির্দেশ

ফ্রান্সের সঙ্গে রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে কী চুক্তি হয়েছে তাসহ এর দাম সংক্রান্ত নথিপত্রেরও বিস্তারিত তথ্য ভারত সরকারকে ১০ দিনের মধ্যে সরবরাহ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নরেন্দ্র মোদি সরকার ২০১৫ সালে ফ্রান্সের ‘দাসো এভিয়েশন’ থেকে ৫৯ হাজার কোটি রুপিতে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে। যা ভারতের রাজনীতিতে বড় ধরনের বিতর্কের জন্মে দিয়েছে। দেশটির বিরোধী দলগুলোর দাবি, মোদি সরকার প্রায় তিনগুণ বেশি দাম দিয়ে জঙ্গি বিমানগুলো কিনছে। চুক্তির দেশীয় অংশীদার হিসেবে ধনকুবের অনিল আম্বানির ‘রিলায়েন্স ডিফেন্স’ কে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। রিলায়েন্সের উড়োজাহাজ তৈরির অভিজ্ঞতা নেই। তারপরও কেন রাষ্ট্র পরিচালিত ‘হিন্দুস্তান অ্যারোনেটিকস’ কে বাদ দিয়ে রিলায়েন্সকে বেছে নেওয়া হয়েছে তার ব্যাখ্যাও চেয়েছে।

দীর্ঘ অভিজ্ঞতা আছে। ভারত-ফ্রান্স রাফাল চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে দেশটির দুই সাবেক অর্থমন্ত্রী যশবন্ত সিনহা এবং অরুণ শৌরি সুপ্রিম কোর্টে এ মামলা করেন। মামলায় তারা অনিল আম্বানির সংস্থার যুক্ত হওয়া নিয়েও প্রশ্ন তোলেন বলে জানায় ভারতের দৈনিক আনন্দবাজার। ২০১৫ সালে ভারতের প্রধানমন্ত্রী মোদি ফ্রান্স সফরে গিয়ে ৩৬টি রাফাল যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি ঘোষণা করেন। পরের বছর ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ দিল্লি সফরে গেলে চুক্তি চূড়ান্ত হয়। ৫৯ হাজার কোটি রুপির চুক্তির ১৫ শতাংশ অর্থ অগ্রিম দেয় ভারত। বিজেপি সরকারের ‘মেক ইন্ডিয়া’ নীতির সঙ্গে সঙ্গতি রেখে আরও ৯০টি যুদ্ধবিমান ভারতে তৈরি করার চুক্তি হয়, এ কাজ পায় রিলায়েন্স ডিফেন্স ইন্ডাস্ট্রিজ।

সর্বশেষ খবর