শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

তাপ বাড়ছে সমুদ্রে, অশনি সংকেত

ধারণার চেয়েও ৬০ শতাংশ বেশি তাপ সমুদ্রের পানিতে

গবেষকরা বলছেন, ধারণার চেয়েও ৬০ শতাংশ বেশি তাপ সমুদ্রের পানিতে মিশে আছে। জার্নাল নেচারে প্রকাশিত নতুন এ গবেষণা প্রতিবেদনে জীবাশ্ম জ্বালানি নিঃসরণজনিত কারণে পৃথিবীর ঝুঁকির মাত্রাও ধারণার চেয়ে বেশি বলে উঠে এসেছে। গবেষকরা এখন বলছেন, চলতি শতকের জন্য বিজ্ঞানীরা বৈশ্বিক উষ্ণতার যে নিরাপদ মাত্রা নির্ধারণ করে রেখেছিলেন, সমুদ্রের এ বাড়তি তাপ শোষণের ফলে পৃথিবীর তাপমাত্রাকে ওই নিরাপদ মাত্রার নিচে ধরে রাখা কঠিন হবে। জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি প্যানেলের (আইপিসিসি) সর্বশেষ পর্যালোচনায় বলা হয়েছিল, গ্রিনহাউজ গ্যাসের কারণে আটকে থাকা বাড়তি তাপের ৯০ শতাংশই সমুদ্র শুষে নেয়। যদিও নতুন এ গবেষণা বলছে ভিন্ন কথা। তাদের অনুসন্ধানে দেখা গেছে, গত আড়াই দশকে প্রতি বছর সমুদ্রগুলো যে পরিমাণ তাপ শোষণ করেছে, তা বিশ্বজুড়ে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহূত তাপের প্রায় ১৫০ গুণ। এটি আগের ধারণার চেয়েও ৬০ শতাংশ বেশি। 

চলতি বছরের এপ্রিলে সেন্টার ফর পোলার অবজারভেশন অ্যান্ড মডেলিংয়ের নতুন এক গবেষণা প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চল অ্যান্টার্কটিকায় সমুদ্রের তলদেশে বরফ গলার হার প্রতি ২০ বছরে দ্বিগুণ হচ্ছে; যা স্বাভাবিকের চেয়ে ৫ গুণ। ওই গবেষণাতেই আভাস দেওয়া হয়েছিল, পূর্ববর্তী ধারণার চেয়েও দ্রুতগতিতে সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ও উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সেই আশঙ্কাকে সত্য প্রমাণ করে নতুন এক গবেষণা প্রতিবেদন বলছে, ধারণার চেয়ে ৬০ শতাংশ বেশি উত্তপ্ত হয়েছে সমুদ্র। ন্যাচার জার্নালে প্রকাশিত এই গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা একে মানবসৃষ্ট পরিস্থিতি আখ্যা দিয়েছেন। তারা বলেছেন, নতুন এই পরিসংখ্যান আমাদের হিসাবকে পাল্টে দিয়েছে। গ্রিন হাউস গ্যাসের কারণে আগের চেয়ে অনেক বেশি বাড়ছে কার্বন ডাই অক্সাইড। বিজ্ঞানীরা বলছেন, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বাড়লে অক্সিজেন কমে যাবে এবং উচ্চতা বাড়বে। পরিবেশের উষ্ণতাই বৃদ্ধি পাবে। এতে করে ভবিষ্যতে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা আরও কঠিন হয়ে যাবে। যা প্রাণীকূলের জন্য অশনিসংকেত।

সর্বশেষ খবর