শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পার্লামেন্ট স্থগিত প্রত্যাহার শ্রীলঙ্কান প্রেসিডেন্টের

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা দেশটির পার্লামেন্টের ওপর থেকে তার স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছেন। একই সঙ্গে সোমবার অধিবেশন আহ্বান করেছেন। আশা করা হচ্ছে এর মাধ্যমে দুই প্রধানমন্ত্রীর মধ্যকার ক্ষমতার তিক্ত দ্বন্দ্বের অবসান হবে। সিরিসেনা গত শুক্রবার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে বরখাস্তের পরপরই ১৬ নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট স্থগিত করেন। তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ্র রাজাপক্ষের নাম ঘোষণা করেন। বিক্রমাসিংহে তাকে বরখাস্তের আদেশ মেনে নেননি। তিনি তার রাষ্ট্রীয় বাসভবনে অবস্থান করছেন। এএফপি

সর্বশেষ খবর