শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইন্দোনেশিয়ার বিমান দুর্ঘটনা পাওয়া গেছে ব্ল্যাক বক্স

ইন্দোনেশিয়ায় লায়ন এয়ারের বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পাওয়ার গেছে। দেশটির উপকূলে ডুবুরিরা এটি খুঁজে পান। হেন্দ্রা নামের একজন ডুবুরি সাংবাদিকদের বলেন, আমরা সমুদ্রের তলদেশে খুঁড়তে খুঁড়তে ধ্বংসাবশেষের মধ্যে ব্ল্যাক বক্সটির সন্ধান পেয়ে যাই। স্থানীয় নিউজ চ্যানেল মেট্রো টিভিতে ব্ল্যাক বক্সটির ফুটেজ সম্প্রচার করা হয়েছে। এখন এটি উদ্ধারের ফলে তদন্তকারীদের জন্য দুর্ঘটনার কারণ খুঁজে বের করা সহজ হবে। গত সোমবার ১৮৯ জন যাত্রী নিয়ে লায়ন এয়ারের ওই বিমানটি বিধ্বস্ত হয়। জাকার্তা থেকে উড্ডয়নের ১৩ মিনিটের মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে দেখা যায় সেটি জাভা সাগরে বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে যে, আরোহীদের সবাই হয়তো মারা গেছেন। বিমান ও তার আরোহীদের খোঁজে পানির নিচে ড্রোন এবং শব্দ শনাক্তকারী যন্ত্র দিয়েও অনুসন্ধান চালানো হচ্ছে। যদিও এখন পর্যন্ত বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ জানা যায়নি।

সর্বশেষ খবর