শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সবচেয়ে বড় বিমানবন্দর

সবচেয়ে বড় বিমানবন্দর

বিশ্বের সবচেয়ে বড় ও ব্যস্ত বিমানবন্দরের উদ্বোধন হয়ে গেল তুরস্কে। সোমবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এই বিমানবন্দর উদ্বোধন করেন। তবে উদ্বোধন হলেও এটি চালু হবে আগামী বছরের প্রথম নাগাদ। তড়িঘড়ি করে এই উদ্বোধনের কারণ সোমবার ছিল দেশটির ৯৫তম স্বাধীনতা দিবস। বন্দরটির আয়তন ৭ হাজার ৬০০ হেক্টর। আর এতে খরচ হয়েছে ৫১০ কোটি ডলার (৪২ হাজার ৭০০ কোটি টাকা)। দেশটির জনবহুল শহর ইস্তাম্বুলের নামে এ বিমানবন্দরের নাম হবে ‘ইস্তাম্বুল বিমানবন্দর’। ইস্তাম্বুল শহরকেই ট্রানজিট বিমানবন্দর হিসেবে অনেকেই ব্যবহার করে থাকেন। এই বিমানবন্দরে যাত্রীর সংখ্যাও বাড়ছে দিন দিন। এ বিমানবন্দরের নকশা পুরস্কারও জিতেছে। ২০১৬ সালে বার্লিনে ওয়ার্ল্ড আর্কিটেকচারাল ফেস্টিভ্যালে ‘ফিউচার প্রজেক্ট ইনফ্রাস্ট্রাকচার’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ইস্তাম্বুল বিমানবন্দর। আপাতত দুটি রানওয়ে ও একটি টার্মিনাল চালু হয়েছে। এ সুযোগ-সুবিধা দিয়ে বছরে ৯ কোটি যাত্রী যাতায়াত করতে পারবে। চালু হওয়া দুই রানওয়ের একটি ৪ দশমিক ১ কিলোমিটার এবং অপরটি ৩ দশমিক ৭৫ কিলোমিটার লম্বা। এ বিমানবন্দরে আপাতত ৩৪৭টি বিমান অবস্থান করতে পারবে। ২০২৩ সাল নাগাদ এ বিমানবন্দরের কাজ সম্পূর্ণভাবে শেষ হবে। তত দিনে এই বিমানবন্দরে যুক্ত হবে আরও ৬টি রানওয়ে। ৫০০টি বিমান তখন একসঙ্গে এ বিমানবন্দরে অবস্থান করতে পারবে এবং বছরে ২০ কোটি যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করতে পারবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর