শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

শ্রীলঙ্কার রাজনৈতিক জটিলতা ভারতের কপালে ভাঁজ

শ্রীলঙ্কার রাজনৈতিক পটপরিবর্তনে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে বাড়ছে ভারতের দুশ্চিন্তা। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে সরিয়ে প্রাক্তন সরকার প্রধান রাজাপক্ষকে নিয়োগ করায় সাংবিধানিক সঙ্কট। নতুন প্রধানমন্ত্রী রাজাপক্ষে চীন-ঘেঁষা বলেই দিল্লির দুশ্চিন্তা বেশি।  দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথিরিপালা সিরিসেনা যেভাবে প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে সরিয়ে তাঁর জায়গায় বসালেন প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষকে, তাতে দেখা দিয়েছে রাজনৈতিক তথা সাংবিধানিক সঙ্কট। বিক্রমসিংহে এটাকে বলেছেন, অগণতান্ত্রিক অভ্যুত্থান। এই পটপরিবর্তনে ভারতের কপালে পড়েছে ভাঁজ। কেন ? প্রাক্তন প্রেসিডেন্ট রাজাপক্ষ বরাবরই চীনপন্থি। তাঁর আমলে, অর্থাৎ ২০০৫ থেকে ২০১৫ সালের মধ্যে চীন অনেকটাই শিকড় গাড়তে পেরেছিল শ্রীলঙ্কার মাটিতে। ব্যবসা-বাণিজ্য এবং পরিকাঠামো উন্নয়নে প্রচুর অর্থ ঢেলেছিল চীন। রাজাপক্ষ চীনের টাকায় দক্ষিণে নিজের নির্বাচন কেন্দ্রে হামবানটোটা বন্দর তৈরিও করেন।   দ্বিতীয়ত, ২০১৪ সালে রাজাপক্ষের ক্ষমতা হারানোর পেছনে নাকি হাত ছিল দিল্লির, এমনটাই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্যদিকে বিক্রমসিংহে ছিলেন কিছুটা ভারত-ঘেঁষা। ফলে রাজাপক্ষের ক্ষমতায় ফিরে আসাটা দিল্লির পক্ষে দুশ্চিন্তার কারণ হবে বলে মনে করা হচ্ছে। যদিও বিক্রমসিংহে দাবি করেছেন তার জনসমর্থন বেশি। তিনি এখনো প্রধানমন্ত্রী। তিনি এখনো প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত বাসভবনেই অবস্থান করছেন। আর বাইরে তাকে পাহারা দিচ্ছে তার সমর্থকরা।

 

সর্বশেষ খবর