শনিবার, ৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানে সরকার-আদালত ফের মুখোমুখি!

পাকিস্তানের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী, সিনেটর আজম স্বাতীর অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসার। রাজধানী ইসলামাবাদের পুলিশপ্রধান জান মোহাম্মদকে বেআইনিভাবে বদলি করার কারণে গতকাল এমন মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন, এভাবে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এ নিয়ে একটি মামলার সুয়োমোটোর ওপর শুনানির সময় তিনি এ কথা বলেন। এর মধ্য দিয়ে পাকিস্তানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে কঠোর বার্তা দিলেন প্রধান বিচারপতি। কার্যত তিনি জানিয়ে দিলেন, কোনো অন্যায় তিনি মেনে নেবেন না। তাই তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য করেন। তবে প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল, তিনি ওই মন্ত্রীকে পদত্যাগের নির্দেশনা দিয়েছেন। ডনের প্রতিবেদনে বলা হয়, ইসলামাবাদের আইজিপি জান মোহাম্মদকে বদলির বিষয়ে সুয়োমোটো সোমবার গ্রহণ করেন প্রধান বিচারপতি। ওই বদলি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য ও রিপোর্ট প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি তা গ্রহণ করেন।

 

সর্বশেষ খবর