রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সৌদি সরকার জড়িত : এরদোগান

খাশোগি হত্যাকাণ্ড

সৌদি সরকার জড়িত : এরদোগান

তুরস্কের ইস্তাম্বুলে কনস্যুলেটে খ্যাতিমান সাংবাদিক জামাল খাশোগিকে হত্যায় সৌদি আরবের সরকারকে দায়ী করলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। ওয়াশিংটন পোস্টে লেখা এক অনুচ্ছেদে এরদোগান বলেন, ‘আমরা জানি, খাশোগিকে হত্যার আদেশ সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এসেছে।’ তিনি বলেন, ‘আমরা জানি, সৌদি আরবে আটক ১৮ জনের মধ্যেই ঘাতকরা আছে। আমরা এও জানি, ওই খুনিরা তাদের দেওয়া আদেশ বাস্তবায়ন করতে তুরস্কে এসেছিলেন। আর তা হলো খাশোগিকে হত্যা ও তুরস্ক ত্যাগ। আর খাশোগিকে হত্যার এ আদেশ এসেছিল সৌদি সরকারের উচ্চ পর্যায় থেকে।’ এরদোগান জানান, একদল নিরাপত্তা কর্মকর্তার বাইরেও এ হত্যায় আরও অনেক কিছু জড়িত। তিনি এ হত্যার পেছনের কলকাঠি নাড়ানোদের পরিচয় উন্মোচনের দাবি জানান। অনুচ্ছেদে তিনি লেখেন, ‘ন্যাটোর কোনো মৈত্রী দেশে এ ধরনের অপরাধ সংঘটনের সাহস আর কেউ দেখাবে না। কেউ যদি এই হুঁশিয়ারি উপেক্ষা করার চেষ্টা করেন তাদের ভয়াবহ পরিণতি মোকাবিলা করতে হবে।’ এরদোগান অভিযোগ করে বলেন, ‘ইস্তাম্বুলে দায়িত্বে থাকা সৌদি কনসাল জেনারেলের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তিনি ইতিমধ্যে তুরস্ক ছেড়েছেন।’ তুর্কি প্রেসিডেন্ট আরও অভিযোগ করেন, ‘তুরস্ক সফর করে যাওয়া সৌদি কৌঁসুলি তাদের সঙ্গে সহযোগিতা করেননি। এমনকি ওই কৌঁসুলি সহজ প্রশ্নগুলোর উত্তরও দিতে পারছিলেন না।’ তবে অনুচ্ছেদে এরদোগান সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তিনি বিশ্বাস করেন না বাদশাহ সালমান এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এদিকে খাশোগির প্রেমিকা হাতিস চেঙ্গিস গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্টসহ পাঁচটি পত্রিকায় লেখা এক সম্পাদকীয়তে খাশোগি খুনে জড়িতদের বিচারের আওতায় আনতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তার এ আহ্বানের মধ্যেই খাশোগি হত্যা নিয়ে তুরস্ক নতুন এ তথ্য দিল। তুরস্ক ঘটনার শুরু থেকেই খাশোগি খুন হয়েছেন জানিয়ে এর নানা প্রমাণ থাকার কথা বলে এসেছে। সৌদি আরব শুরুতে অস্বীকার করলেও ঘটনার ১৭ দিন পর খাশোগি খুন হয়েছেন বলে স্বীকার করে। তবে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে তার মৃত্যু হয় বলে তারা বর্ণনা করে। কিন্তু আন্তর্জাতিক মহল এ ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় সৌদি আরব একাধিবার তাদের বিবৃতি পাল্টায়। সবশেষে সৌদি আরবেরই এক সরকারি কৌঁসুলি খাশোগিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেন। বিবিসি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর