সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অনাস্থা ভোটে জিততে তামিলদের মুক্তি দিচ্ছেন রাজাপক্ষে

অনাস্থা ভোটে জিততে তামিলদের মুক্তি দিচ্ছেন রাজাপক্ষে

শ্রীলঙ্কায় তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে ক্ষমতার লড়াই। একদিকে প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও তার নতুন নিযুক্ত প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপক্ষে। অন্যদিকে তার বরখাস্ত করা প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে ও পার্লামেন্ট স্পিকার কারু জয়সুরিয়া। ক্ষমতায় কে থাকবে আর কে থাকবে না সে প্রশ্নে সেখানে অনাস্থা ভোটের ডাক উঠেছে। তাতে সংখ্যালঘু তামিলরা নতুন প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা ভোটের পক্ষে রয়েছে।

এ অবস্থায় পার্লামেন্টে অনাস্থা ভোটে জেতার জন্য তামিলদের মন জয় করতে মরীয়া হয়ে উঠেছেন রাজাপক্ষে। এ জন্য তিনি ঘোষণা দিয়েছেন আলাদা ভূখণ্ডের দাবি জানাতে গিয়ে গত ৩০ বছরে যে প্রচুর তামিলকে জেলে যেতে হয়েছে তাদের তিনি মুক্তি দেবেন। রাজাপক্ষের ছেলে নমিল তার টুইটে এ কথা জানিয়েছেন। নমিল টুইটে লিখেছেন, ‘এ ব্যাপারে সরকারি সিদ্ধান্ত খুব শিগগিরই ঘোষণা করবেন প্রেসিডেন্ট সিরিসেনা ও প্রধানমন্ত্রী রাজাপক্ষে।’ দ্বীপরাষ্ট্রে তামিলদের জন্য স্বতন্ত্র ভূখণ্ডের দাবিতে ৩০ বছর আগে সরব হয়েছিল ভেলুপিল্লাই প্রভাকরণের হাতে গড়া লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই)। তারই জেরে গত তিন দশকে বহু তামিলকে ধরে জেলে ঢোকানো হয়। তাদের রাজনৈতিক বন্দীর মর্যাদা দিতেও অস্বীকার করা হয়। ২০০৯ সালে শ্রীলঙ্কার সেনাবাহিনীর হাতে প্রভাকরণ নিহত হওয়ার পর এলটিটিই কার্যত নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার বিভিন্ন জেলে দীর্ঘদিন ধরে বন্দী তামিলদের মুক্তির বিষয়টিও গুরুত্ব পায়নি তেমনভাবে। ওই সময় রাজাপক্ষেই ছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। তবে ওই সময় রাজাপক্ষেকে বার বার বলতে শোনা গিয়েছিল, লড়াইটা এলটিটিইর বিরুদ্ধে, শ্রীলঙ্কায় থাকা তামিলদের বিরুদ্ধে নয়। বিশেষজ্ঞরা বলছেন, সেই দীর্ঘদিন জেল-বন্দী তামিলদের তড়িঘড়ি মুক্তি দেওয়ার প্রয়োজনটা প্রধানমন্ত্রী রাজাপক্ষে বোধ করছেন অনাস্থা ভোটে জেতার জন্য। তামিলদের ১৫ জন এমপি রয়েছেন।

সর্বশেষ খবর