সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রিন্স সালমানের সমালোচক প্রিন্স বিন তালালের মুক্তি

খাশোগি হত্যার চাপের মধ্যেই প্রিন্স তালালকে মুক্তি

সৌদি প্রিন্স সালমানের দুর্নীতিবিরোধী অভিযানের সমালোচনা করায় আটক এক প্রিন্স আটকাবস্থা থেকে মুক্তি পেয়েছেন। তার নাম প্রিন্স খালেদ বিন তালাল। বছর খানেক আগে আটক হওয়া এই প্রিন্স সৌদি আরবের বর্তমান বাদশা সালমান বিন আবদুল আজিজ ইবনে সৌদের ভাতিজা। গত মাসে তুরস্কের সৌদি কনসুলেটের ভিতর রাজপরিবারের সমালোচক সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ প্রবল চাপে আছেন। এ সময়ই প্রিন্স খালেদকে মুক্তি দেওয়া হলো। সংকট মোকাবিলায় রাজপরিবারের ভিতরে সমর্থন বাড়ানোর চেষ্টায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা পর্যবেক্ষকদের। খালেদকে কী কারণে আটক রাখা হয়েছিল, কেনইবা তাকে ছেড়ে দেওয়া হয়েছে, সে সম্বন্ধে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সৌদি সরকার। সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর গত বছর সৌদি সরকার দুর্নীতির অভিযোগে ২০০-এরও বেশি প্রিন্স, মন্ত্রী ও ব্যবসায়ীকে পাঁচ তারকা হোটেল রিটজ-কার্লটনসহ রিয়াদের বিভিন্ন হোটেলে বন্দী করে রাখা হয়। ক্ষমতা সুসংহত করতে মোহাম্মদই সে সময় এ অভিযান চালিয়েছিলেন বলে ইঙ্গিত বিশ্লেষকদের। ওই অভিযানে যে অসংখ্য সৌদি প্রিন্স ও রাজনৈতিক কর্মকর্তা আটক হয়েছিলেন, তাদের মধ্যে প্রিন্স খালেদের ভাই ও দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি প্রিন্স আলওয়ালিদ বিন তালালও ছিলেন। প্রিন্স তালাল এ বছরের শুরুতে মুক্তি পান।

সর্বশেষ খবর