সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাকিস্তানে আসিয়া বিবিকে রক্ষায় স্বামীর আকুতি

পাকিস্তানে ব্লাসফেমি অভিযোগে মৃত্যুদণ্ড থেকে মুক্তি পাওয়া খ্রিস্টান নারী আসিয়া বিবির স্বামী রাজনৈতিক আশ্রয়ের জন্য ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং কানাডায় আবেদন করেছেন। আসিয়ার স্বামী আশিক মাসিহ বলেছেন তারা পাকিস্তানে চরম বিপদের মধ্যে আছেন। ব্লাসফেমির অভিযোগে আসিয়া বিবিকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেখান থেকে তাকে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত তাকে মুক্তি দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া হয়েছে।  রাস্তায় সহিংস বিক্ষোভ হয়েছে। ফলে আসিয়া বিবির দেশ ত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এদিকে আসিয়ার পক্ষে আদালতে লড়া আইনজীবী সাইফ মুলুক প্রাণের ভয়ে পাকিস্তান ছেড়ে পালিয়ে গেছেন। ২০১০ সালে প্রতিবেশীর সঙ্গে বাক-বিতণ্ডার সময় আসিয়া বিবি ইসলামের নবী মোহাম্মদকে অপমান করেছেন বলে অভিযোগ ওঠে। এরপর আদালত তাকে মৃত্যুদণ্ড দেয়। আপিলে ওই রায় বাতিল করে তাকে বেকসুর মুক্তি দেয়।

সর্বশেষ খবর