শিরোনাম
সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফ্রান্স থেকে স্বাধীনতা পেতে নিউ ক্যালেডোনিয়ায় গণভোট

নিজেদের স্বাধীনতা চেয়ে গণভোট হচ্ছে ফ্রান্সের শাসনাধীন নিউ ক্যালেডোনিয়ায়। এটি ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত একটি এলাকা। গণভোটে সিদ্ধান্ত হবে নিউ ক্যালেডোনিয়া ফ্রান্সের সঙ্গেই থাকবে নাকি  স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হবে। আদিবাসী কনক জনগোষ্ঠীর স্বাধীনতাকামীদের সহিংস আন্দোলনের পর  দুই দশক আগে এ গণভোটের প্রতিশ্রুতিতে একটি চুক্তি হয়েছিল। তবে জনমত জরিপ বলছে, বেশির ভাগ ভোটার স্বাধীনতার আহ্বানকে প্রত্যাখ্যান করতে পারেন। নিউ ক্যালেডোনিয়ায় মোট বৈধ ভোটার এক লাখ ৭৫ হাজার। এটি একটি প্রত্যন্ত দ্বীপ। প্রতি বছর তা পরিচালনা করার জন্য ফরাসি সরকারের কাছ থেকে তারা পায় ১৫০ কোটি ডলার। ওই দ্বীপে রয়েছে নিকেলের বিশাল ভাণ্ডার। ইলেক্ট্রনিক পণ্য তৈরিতে এ নিকেল গুরুত্বপূর্ণ উপাদান। ফ্রান্স এ দ্বীপটিকে অর্থনৈতিক সম্পদ হিসেবে দেখে থাকে।

সর্বশেষ খবর