সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইতালিতে ঝড়ে ১৭ জনের মৃত্যু

তীব্র ঝড়ে ইতালিতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং ঝড়ে ভেঙে বা উপড়ে পড়েছে প্রায় দেড় কোটি গাছ। দূর উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিসিলি পর্যন্ত এলাকাগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভেনিসের আশপাশের উত্তরাঞ্চলীয় এলাকা ত্রেনটিনো ও ভেনেতো। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘এসব ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে প্রায় ১০০ বছর প্রয়োজন হবে।’ গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় বন্যায় খালের শহর ভেনিসের বিভিন্ন স্কয়ার ও হাঁটাপথগুলো ডুবে যায়। বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানিয়েছেন, ভেনেতোর ওপর দিয়ে ১৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে, ওই এলাকার পরিস্থিতি ‘মহাপ্রলয়ের’ মতো হয়ে গেছে।

সর্বশেষ খবর