মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইরানের ওপর ‘কঠোরতম’ মার্কিন নিষেধাজ্ঞা

ভাঙার অঙ্গীকার তেহরানের

ইরানের ওপর যুক্তরাষ্ট্র গতকাল ‘কঠোরতম’ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করল। বলা হচ্ছে, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপে এত কঠোর আর কখনো হয়নি যুক্তরাষ্ট্র। ২০১৫ সালের পারমাণবিক চুক্তির অধীনে ইরানের ওপর থেকে তুলে নেওয়া নিষেধাজ্ঞার সবকিছু আবার বহাল করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। এদিকে যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞের পর তা ভেঙে আর তেল বিক্রিও চালিয়ে যাবে বলে দৃঢ়সংকল্প ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। সোমবার রাষ্ট্রীয় টিভিতে অর্থনৈতিক কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সম্প্রচারিত এক বৈঠকে রুহানি একথা বলেন। ইরানের তেল রপ্তানিসহ ব্যাংক, জাহাজ শিল্পও এ নিষেধাজ্ঞার কবলে পড়েছে। সেই সঙ্গে ইরানের সঙ্গে যারা ব্যবসা করবে কিংবা তেল কিনবে তাদের জন্যও বাধা হয়ে দাঁড়াবে এ নিষেধাজ্ঞা। কিন্তু ইরানের প্রেসিডেন্ট রুহানি বলেছেন, তার দেশ তেল বিক্রি করে যাবে। তিনি বলেন, ‘আমেরিকা ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনতে চায়...কিন্তু আমরা তেল বিক্রি করে যাব।’ তিনি বলেন, ‘আমরা গর্বের সঙ্গে নিষেধাজ্ঞা ভাঙব।’ তিনি মন্তব্য করেন, ‘আজ শত্রুদেশটি (যুক্তরাষ্ট্র) আমাদের অর্থনীতিকে টার্গেট করেছে... নিষেধাজ্ঞার মূল লক্ষ্য আমাদের জনগণ।’ ইউরোপের যে দেশগুলো এখনো ইরানের সঙ্গে করা ২০১৫ সালের পরমাণু চুক্তি টিকিয়ে রাখার পক্ষপাতী তারা নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের ব্যবসায় সহায়তা করতে প্রস্তুত। তবে তাদের সে চেষ্টা কতটা সফল হবে তা নিয়ে সংশয় আছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আপাতত যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘনিষ্ঠ দেশসহ ৮টি দেশকে ইরানের তেল কেনার সুযোগ দিতে রাজি হয়েছেন। এর মধ্যে রয়েছে ইরান থেকে সবচেয়ে বেশি তেল আমদানি করা দেশ চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান এবং তুরস্ক। বিবিসি অনলাইনের খবরে বলা হয়, এই নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি, ব্যাংক, জাহাজ শিল্প প্রতিষ্ঠানসহ অর্থনৈতিক সব খাতেই আঘাত হানবে। এদিকে নিষেধাজ্ঞার প্রতিবাদে ব্যাপক মার্কিনবিরোধী বিক্ষোভ হয়েছে। আর রবিবার মার্কিন দূতাবাস দখলের ৩৯তম বার্ষিকীর দিন ‘মার্কিনরা নিপাত যাক’ স্লোগান তুলে হাজারো ইরানি বিক্ষোভ করেন। এই পরিস্থিতির মধ্যে প্রতিরক্ষা সক্ষমতা প্রমাণে ইরানের সামরিক বাহিনী গতকাল সেনা মহড়ার আয়োজন করে। আজ সেই মহড়া শেষ হবে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাঁর প্রশাসনের নীতির কারণে ইরান ইতিমধ্যে সংকটে পড়ে গেছে। তিনি বলেন, ‘ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের ওপর এ যাবৎ আরোপ করা সব মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে এটাই কঠোর। এখন আমরা দেখব, ইরান কী করে, কিন্তু তারা খুব ভালো কিছু করছে না, আমি এটা আপনাদের বলতে পারি।’

সর্বশেষ খবর