মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজনৈতিক হিসাব মিলছে না শ্রীলঙ্কায়

শ্রীলঙ্কার রাজনৈতিক বাতাবরণ নিয়ে এখন কেউই কোনো মন্তব্য করতে পারছে না। দেশটির রাজনীতির ত্রিপক্ষীয় খেলায় কে জিতবে আর কে হারবে তা ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে। গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রীকে বরখাস্ত করার যে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মৈথ্রিপালা সিরিসেনা, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কয়েক দিন আগে রাজধানী কলম্বোর কেন্দ্রস্থলে একটি রাজনৈতিক সমাবেশ করেছেন কয়েক শ মানুষ। তবে যেখানে অনেকে বিক্ষোভকারী বরখাস্ত প্রধানমন্ত্রী রানিল বিক্রামাসিংহের পক্ষে দাঁড়িয়েছেন, সেখানে এই সমাবেশে অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন, তারা কাউকে সমর্থন জানাতেই এখানে আসেননি। তারা শুধু মনে করেন, প্রেসিডেন্ট যা করেছেন, তা গণতান্ত্রিক হয়নি। বিক্ষোভে অংশ নেওয়া একজন নারী বলছেন, ‘আমরা অসন্তুষ্ট, কারণ সাংবিধানিক বিধিবিধান অবজ্ঞা করা হয়েছে। এটি শুরু করেছেন এমন একজন ব্যক্তি, যিনি এক সময় তার নিজের নেতাকে প্রতারণা করেছিলেন, যাকে তিনিই এখন আবার ক্ষমতায় বসিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী বিক্রামাসিংহে ক্ষমতাচ্যুতের প্রেসিডেন্ট ঘোষণা দিলেও তিনি প্রধানমন্ত্রী ভবনটি ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। ভবনের বাইরে সমাবেশ করছেন তার সমর্থকরা। তিনি বলছেন, ‘সংবিধানে বলা আছে, প্রেসিডেন্ট শুধু তাকেই প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন, যিনি সংসদে আস্থা অর্জন করতে পারবেন এবং আমিই সেই ব্যক্তি, যার পক্ষে সংসদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে। আবার প্রেসিডেন্ট যাকে প্রধানমন্ত্রী করেছেন অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট মহিন্দ রাজাপক্ষে। তিনি বলেছেন পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতাই বেশি। এখন দেখার পালা পার্লামেন্টে আস্থা ভোটে কে জেতে।

 

সর্বশেষ খবর