মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

জেরুজালেম গভর্নর অফিসে ইসরায়েলের অভিযান

অবরুদ্ধ পশ্চিম তীরে জেরুজালেমের গভর্নরের কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় এক বাসিন্দার বরাত দিয়ে এই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। কিন্তু ফিলিস্তিন জেরুজালেমের অধিকার ছাড়েনি এবং তবে পূর্ব জেরুজালেমকে নিজেদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী মনে করে। আন্তর্জাতিক সম্প্রদায়ও পুরো শহরের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণকে স্বীকৃতি দেয় না। গতকাল পশ্চিম তীরের আল রাম শহরে ইসরায়েলি বাহিনী গভর্নরের অফিসে প্রবেশ করে। কয়েকজন কর্মীকে মারধরও করে সেনারা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানান, অন্তত তিনজনের শ্বাসরোধের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। মূলত টিয়ারগ্যাস হামলার কারণেই অসুস্থ হয়েছেন তারা। এই অভিযানের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সরকার। এক বিবৃতিতে সরকারের মুখপাত্র ইউসেফ আল মাহমুদ বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন।’ ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

সর্বশেষ খবর