মঙ্গলবার, ৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মিয়ানমারের দুই সাংবাদিকের আপিল

রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে মিয়ানমারে সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত দুই রয়টার্স সাংবাদিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। গতকাল সকালে ইয়াঙ্গুনের হাই কোর্টে দুই সাংবাদিকের পক্ষে আপিল করেন তাদের আইনজীবীরা। ২০১৭ সালে রাখাইনে সেনা অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার তথ্য সংগ্রহ করতে গিয়ে আটক হন রয়টার্সের দুই সাংবাদিক ওয়াও লোনে এবং কিয়াও সোয়ে ও। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর সাত বছর করে কারাদণ্ড ঘোষণা করে ইয়াঙ্গুনের একটি জেলা আদালত। সাংবাদিকদের কারাদণ্ড দেওয়ার সমালোচনা করে তাদের মুক্তি দাবি করে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

 

সর্বশেষ খবর